সারাদেশ টুডেঃ করোনাভাইরাসে লকডাউনকে কাজে লাগিয়ে এবং ডাক্তারি পেশাকে পুঁজি করে কুমিল্লা থেকে ১৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ঢাকা নিয়ে যাওয়ার পথে চিকিৎসক রেজাউল হক ও তার গাড়ি চালক ধলু মিয়া ফরাজীকে গ্রেফতার করে ডিবি পুলিশ।
গত বুধবার (২৯ এপ্রিল) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি টোলপ্লাজা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
আজ সকালে কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
চট্টগ্রামের লোহাগড়া থেকে প্রাইভেটকারে করে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট নিয়ে ঢাকা যাওয়ার গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার গোয়েন্দা পুলিশ দাউদকান্দি টোলপ্লাজায় অবস্থান নেয়। পরে প্রাইভেটকারটি টোলপ্লাজা পৌঁছলে পুলিশ আটক করে তল্লাশি চালায়। এ সময় দুটি ব্যাগ থেকে ১৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার মূল্য ৫১ লাখ টাকা।
গ্রেফতার চিকিৎসক রেজাউল হক ঢাকা উত্তরার উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত। গ্রেফতারদের বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়াও ওই চিকিৎসকের বিরুদ্ধে ঢাকার উত্তরা পূর্ব থানায় আরও একটি মাদক মামলা রয়েছে।
তথ্যসূত্র:somoynewstv.net