শামীম, বুটেক্স প্রতিনিধি: মহামারী করোনা ভাইরাসের কারণে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) গত দুই বছর ক্যাম্পাস বন্ধ ছিলো, তবে চালু ছিল অনলাইন কার্যক্রম। এই দুই বছর ধরে বুটেক্স শিক্ষার্থীরা শুধুমাত্র একটি সেমিস্টারের ক্লাসই করেছে, যার পরীক্ষা এখন পর্যন্ত হয়নি। এতে হতাশ ও ক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়টিতে বর্তমান ৫টি ব্যাচ অধ্যায়নরত আছে (৪৩-৪৭)। এদের মধ্যে তিনটি ব্যাচের (৪৫-৪৬-৪৭) পার্থক্য শুধু ৬ মাসের তথা এক সেমিস্টারের। ৪৩ তম ব্যাচ ৪র্থ বর্ষের ১ম সেমিস্টারে, ৪৪ তম ব্যাচ ৩য় বর্ষের ১ম সেমিস্টারে, ৪৫ তম ব্যাচ ২য় বর্ষের ১ম সেমিস্টারে, ৪৬ তম ব্যাচ ১ম বর্ষের ২য় সেমিস্টারে এবং ৪৭তম ব্যাচ ১ম বর্ষের ১ম সেমিস্টারে।
এ বিষয়ে ৪৫ তম ব্যাচের ইমতিয়াজ বলেন,আমরা গত ২বছর অনলাইন ক্লাস করে মাত্র একটা সেমিস্টারের ক্লাস শেষ করেছি যার পরীক্ষা এখনো প্রশাসন নেয়নি। কারণ প্রশাসন অনলাইনে পরীক্ষা নিতে চায় না। প্রশাসন অনলাইন পরীক্ষা নিলে আমরা গত দুই বছরে কমপক্ষে ৩টি সেমিস্টার শেষ করতে পারতাম।
এ বিষয়ে ৪৩ তম ব্যাচের তামিম বলেন, ক্যাম্পাসে আমাদের ৬ষষ্ঠ তম বছরে এসেও আমরা এখনো ৪র্থ বর্ষের ১ম সেমিস্টার শেষ করতে পারিনি। প্রশাসনের এমন অবহেলার কারণে আমাদের ব্যাচের কেউই ৪৪ তম বিসিএস পরীক্ষায় অংশ নিতে পারছে না,যেখানে আমাদের অন্য বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা অংশগ্রহন করছে।
৪৬ তম ব্যাচের শিক্ষার্থী জিয়া বলেন,আমরা ভর্তির পর থেকে দুই বছরের বেশি সময় থেকে ১ম বর্ষেই পড়তেছি।