অনলাইন ডেস্ক
আজ মঙ্গলবার সকালে ঢাকার ধামরাইয়ে ৩৩ জন এএসসি পরীক্ষার্থী নিয়ে বাস খাদে পরার ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় অনেকে আহত হয়েছে বলে জানা য়ায়।
এ ব্যাপারে প্রত্যক্ষদর্শীরা জানায়, আশুলিয়ার বসুন্ধরা মডেল স্কুলসহ তিনটি বিদ্যালয়ের ৩৩ জন এসএসসি পরীক্ষার্থীকে নিয়ে বাসটি ধামরাইয়ের আব্বাস উদ্দিন স্কুল কেন্দ্রে যাচ্ছিলো।
বাথুলি এলাকায় পৌঁছালে চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে। এতে আহত হন তিন পরীক্ষার্থী। তাদেরকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়। পরে, পরীক্ষায় অংশ নেন দুর্ঘটনাকবলিত বাসটির শিক্ষার্থীরা।