শনিবার, ১০ জুন ২০২৩, ১০:৪৭ পূর্বাহ্ন

৪৩তম বিসিএস প্রিলির ফল প্রকাশ হতে পারে আগামী সপ্তাহে

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২, ১.৩১ পিএম
বিসিএস পরীক্ষা

ক্যাম্পাস টুডে ডেস্কঃ ৪৩তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করা হবে আগামী সপ্তাহে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এজন্য কমিশনের সংশ্লিষ্টরা কাজ করছে বলে জানা গেছে। গত বছরের ২৯ অক্টোবর ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হয় এই পরীক্ষা।

আজ বৃহস্পতিবার (১৩ জানুয়রি) ফল প্রকাশের বিষয়ে কমিশনের চেয়ারম্যান সোহরাব হোসাইন গণমাধ্যমকে বলেন, আমরা ফল প্রকাশে আন্তরিকতা নিয়ে কাজ করছি। খুব দ্রুত সময়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

কয়েক দফায় এ বিসিএসের আবেদনের সময় বাড়ানো হয়েছিল। ৪৩তম বিসিএসে আবেদন জমা পড়েছিল ৪ লাখ ৩৫ হাজার ১৯০টি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফাইনাল পরীক্ষা শেষ না হওয়ার কারণে তিন দফায় ৪৩তম বিসিএসের আবেদনের সময় বৃদ্ধি করেছিল পিএসসি।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, শিক্ষা ক্যাডারের জন্য ৮৪৩ জন, অডিটে ৩৫ জন, তথ্যে ২২ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন ও সমবায়ে ১৯ জন নিয়োগ দেওয়া হবে।

 

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today