৪ কর্মকর্তাসহ র‌্যাবের ১৭ সদস্য করোনায় আক্রান্ত

ক্যাম্পাস টুডে ডেস্কঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজীস্থ র‌্যাব-১১-এর প্রধান কার্যালয়ে একজন উপপরিচালক, একজন সিনিয়র সহকারী পরিচালক, দুজন সহকারী পরিচালক, সৈনিকসহ ৩৯ জন আইসোলেশনে রয়েছেন। তবে তাদের মধ্যে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

বুধবার সন্ধ্যায় র‌্যাব ১১-এর অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক আলেপ উদ্দিন জানান, আক্রান্তদের মধ্যে করোনা ভাইরাসের কোনো উপসর্গ ছিল না। র‌্যাবের সদস্যরা জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করতে গিয়ে কোভিড ১৯-এ আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে গেছেন।

এ পর্যন্ত র‌্যাব ১১-এর ২১১ জনের নমুনা পরীক্ষা করানো হয়েছে। এর মধ্যে ৯০ জনের রিপোর্ট এসেছে। তার মধ্যে ১৭ জন কোভিড-১৯ পজিটিভ, আর অন্যদের নেগেটিভ এসেছে। ১২১ জনের রিপোর্ট এখনও আসেনি।

র‌্যাব ১১-এর সিও লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার বলেন, র‌্যাব সদস্যদের মধ্যে উপসর্গ দেখা দিলেই হোম কোয়ারেন্টিন ও আইসোলেশনে রাখা হচ্ছে। এ মুহূর্তে র‌্যাবের ৩৯ সদস্য আইসোলেশনে আছেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ

Leave a Comment