১৭তম সপ্তাহে ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত অ্যাসাইনমেন্ট সমূহ প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
২১ সেপ্টেম্বর ২০২১ এর নির্ধারিত এসাইনমেন্ট প্রকাশের রুটিন অনুযায়ী সকল নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের পাঠ্যক্রম মূল্যায়নের লক্ষ্যে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি ১৭তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে।
শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের সুবিধার্থে ১৭তম সপ্তাহে নির্ধারিত বিষয়সমূহের অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন, লেখার নির্দেশনা এবং বিস্তারিত দেয়া হল যাতে শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুব ভালোভাবে ডাউনলোড করে নিতে পারে এবং শিক্ষার্থীদের মাঝে বিতরন করে সেগুলো সহজে সম্পন্ন হওয়ার পর পুনরায় জমা নিতে পারে।
৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি ১৭তম সপ্তাহের এসাইনমেন্ট
৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য এ সপ্তাহের নির্ধারণকৃত বিষয় সমূহ হল। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির জন্য দুটি বিষয় বাংলা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য চারটি বিষয় ইংরেজি, রসায়ন, ব্যবসায় উদ্যোগ, ভূগোল ও পরিবেশ।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, কোভিড-১৯ পরিস্থিতিতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বাের্ড (এনসিটিবি) কর্তৃক প্রণয়নকৃত ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ২০২১ শিক্ষাবর্ষের পাঠ্যসূচির আলােকে নির্ধারিত গ্রিড অনুযায়ী ১৭তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিতরণ করা হলাে।
৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি ১৭তম সপ্তাহের এসাইনমেন্ট
বিতরণকৃত অ্যাসাইনমেন্ট সকল শিক্ষার্থীদের প্রদান ও গ্রহণের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধি-নিষেধ যথাযথভাবে অনুসরণপূর্বক প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ করা হলাে।
৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি ১৭তম সপ্তাহের এসাইনমেন্ট