সোমবার, ২৯ মে ২০২৩, ০৭:৪২ পূর্বাহ্ন

৭ নভেম্বর জবিতে ভর্তির ১ম মেধাতালিকা প্রকাশ হচ্ছে

  • আপডেট টাইম বুধবার, ২ নভেম্বর, ২০২২, ২.৫৬ পিএম
ভর্তি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য আবেদন করেছেন ৩৮ হাজার ৮১০ জন।

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন প্রক্রিয়া বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টা পর্যন্ত আবেদন করেছেন ৩৮ হাজার ৮১০ জন। এর মধ্যে বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে আবেদন পড়েছে সবচেয়ে বেশি ২৩ হাজার ৪৮৫টি, মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে পড়েছে ৯ হাজার ৩৭২টি এবং ব্যবসায় শিক্ষা শাখাভুক্ত ‘সি’ ইউনিটে আবেদন পড়েছে ৫ হাজার ৯৫৩টি। এছাড়াও ফাইন আর্টসে ৮১৬ জন, ফিল্ম এন্ড টেলিভিশন ডিপার্টমেন্টে ৬৬৩ জন, মিউজিকে ২৯৩ জন এবং থিয়েটারে ২৮৩ জন আবেদন করেছেন। গতকাল শুক্রবার (২৮ অক্টোবর) জবি রেজিস্ট্রার প্রকোশলী মো. ওহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুনঃ তানিয়া স্কুল থেকে ডিগ্রি কলেজে পড়ছেন মায়ের কোলে চড়েই

তিনি বলেছেন, আমাদের প্রথম মেধা তালিকা আগামী ৭ নভেম্বর প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ভর্তির আবেদনের জন্য আর সময় বাড়ানো হবে না। আমরা দ্রুত ভর্তি কার্যক্রম শেষ করার চেষ্টা করবো।

গুচ্ছের টেকনিক্যাল কমিটির সূত্রে জানা যায়, এ পর্যন্ত গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ে ১ লাখ ৫৫ হাজারেরও বেশি আবেদন পড়েছে। এর মধ্যে যথাক্রমে ‘এ’ ইউনিটে আবেদন পড়েছে ৮৫ হাজার, ‘বি’ ইউনিটে ৪৮ হাজার ও ‘সি’ ইউনিটে আবেদন পড়েছে ২৩ হাজার। এবার মূলক নিজস্ব পদ্ধতিতে মেরিট ও ভর্তি কার্যক্রম সম্পন্ন করছে গুচ্ছের অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো। গুচ্ছ পদ্ধতির অন্তর্ভুক্ত বিদ্যালয়গুলো তাদের নিজস্ব পদ্ধতিতে মেরিট প্রকাশের পাশাপাশি ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবে। এক্ষেত্রে ভর্তি প্রক্রিয়ায় পূর্ব নির্দেশনাকেই অনুসরণ করতে হবে।

আরো পড়ুনঃ বাবা-মা, ছেলে-মেয়ে সবাই সেরা বুয়েট ভর্তি পরীক্ষায়

প্রকাশ থাকে যে, ইউনিট ভিত্তিক নয়, এবারের আবেদন হয়েছে বিশ্ববিদ্যালয় ভিত্তিক। একটি নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ে আবেদন করলে পৃথক ইউনিটের জন্য আবেদনের দরকার নেই। আবেদন প্রক্রিয়া শেষে পরবর্তীতে শিক্ষার্থীদের রেজাল্ট ও বিশবিদ্যালয়ে ভর্তির মানদণ্ড অনুযায়ী শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবে।

 

 

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today