ক্যাম্পাস টুডে ডেস্কঃ আগামী ৭ সেপ্টেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ১ম বর্ষের ক্লাস শুরু হবে। আজকে ১১আগস্ট রোজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিনস কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।গত ৩ জুন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনের ভর্তিযুদ্ধ শুরু হয়।
সেদিন ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা হয়।দ্বিতীয়বারের মতো এবারও ঢাকা ও ঢাকার বাইরে সাতটি বিভাগীয় শহরে পরীক্ষা অনুষ্ঠিত হয়।