৯৫ বছরের বৃদ্ধার কাছে হেরে গেল করোনাভাইরাস

আন্তর্জাতিক ডেস্ক


প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ইউরোপের দেশ ইতালি। করোনায় দেশটিতে এখন পর্যন্ত ৬ হাজার ৮২০ জনের মৃত্যু হয়েছে।

এমন মহামারীতেও স্বাস্থ্যকর্মীদের মনে কিছুটা স্বস্তি এনে দিল দেশটির ৯৫ বছর বয়সী
এক বয়স্ক নারী।

আলমা ক্লারা করসিনি নামের ৯৫ বছর বয়সী ওই বৃদ্ধা করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন। ওই নারী ইতালির মদেনা প্রদেশের ফানাও শহরের বাসিন্দা। ওই নারীকে গত ৫ মার্চ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে স্বাস্থ্যকর্মীরা নিশ্চিত করেছেন, করোনায় আক্রান্ত হওয়ার পরও এই পেনশনভোগীর শরীর ‘দারুণ সাড়া দিয়েছে। সেই সঙ্গে তিনি এখন পুরোপুরি সুস্থ।

এদিকে দেশেটির পত্রিকা গ্যাজেটা ডি মদেনাকে করসিনি বলেন, হ্যাঁ, হ্যাঁ! আমি এখন সুস্থ আছি। তারা অনেক ভালো লোক ছিলেন যারা আমাকে দেখাশোনা করেছেন। উনারা এখন আমাকে বাড়িতে পাঠাবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ

Leave a Comment