অগ্নি দগ্ধ হয়ে ঢামেকে বশেমুরবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

বশেমুরবিপ্রবি প্রতিনিধি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ত্রয়ী দাস নামে এক শিক্ষার্থী অগ্নি দগ্ধ হয়ে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে আজ সকাল ১১ ঘটিকায় মারা গেছেন। ত্রয়ী বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি(বিএমবি) ১৭ ব্যাচের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিএমবি বিভাগের চেয়ারম্যান লুতফুল কবির। তিনি ব’লেন, তিনি একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। এভাবে তার চলে যাওয়া কোন ভাবেই মেনে নেওয়া যায় না।

তিনি আরো বলেন , তার সহপাঠীদের মাধ্যমে জানতে পারি দুই দিন আগে ৬ ই মার্চ সন্ধ্যা পূজা দিতে গিয়ে মোমের আগুন থেকে ত্রয়ীর সারা শরীরে আগুন ছড়িয়ে পড়ে এবং ৪০ শতাংশ দগ্ধ হয়। পরবর্তীতে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নেওয়া হয়,পরবর্তীতে অবস্থা আশঙ্কাজনক হলে আইসিইউতে তে নেওয়া হয়। এবং সর্বশেষ সবাইকে কাদিয়ে না ফেরার দেশে আজ সকালে তার মৃত্যু হয় বলে জানতে পারি। আমি তার বিদেহী আত্মার শান্তি কামনা করি।

তিনি আরও বলেন, ত্রয়ীর বাবার মাধ্যমে জানা গেছে তার মৃত দেহ সত্কারের জন্য কুমিল্লায় শশুর বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। এবং সেখানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।

জানা গেছে,তার এক বছরের একটি পুত্র সন্তান রয়েছে। এবং তার স্বামী ইস্টার্ন ব্যাংকের কর্মরত রয়েছেন।

এদিকে ত্রয়ীর মৃত্যুর খবরে তার বন্ধু বান্ধব সহ পুরো বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ

Leave a Comment