অডিও-ভিডিও কল আসছে ইলন মাস্কের এক্সে

টুইটারের (এক্স) মালিকানা নিজের হাতে নিয়ে, একের পর এক চাল দিয়েছেন ইলন মাস্ক। ফেসবুকের জমি কেড়ে নেওয়ার জন্য তিনি কোমর বেঁধে নেমেছেন। এবার তিনি নতুন আরেক ফিচার নিয়ে আলোচনায়।

সহজ ভাষায় এবার ফোন নম্বর ছাড়াই এক্স থেকে করা যাবে অডিও-ভিডিও কল। ইলন এও পরিষ্কার করে দিয়েছেন যে, এই জোড়া ফিচার ব্যবহারের জন্য প্ল্যাটফর্ম কোনও বাধা হবে না।

মানে আপনি অ্যান্ড্রয়েড, আইওএস, পিসি ও ম্যাক থেকেও করতে পারবেন অডিও-ভিডিও কল। এক্স দ্রুত এই পরিষেবা যোগ করতে চলছে ইউজার্সদের জন্য। এক্সের ডিজাইনার আন্দ্রেয়া কনওয়ে সম্প্রতি বেশ কিছুবার তার এক্স হ্যান্ডেল থেকে এই জোড়া ফিচারের সুকৌশলে ঘোষণা করেছেন।

Scroll to Top