অতৃপ্ত তৃষ্ণা | সাবিহা নাজনীন

অতৃপ্ত তৃষ্ণা
সাবিহা নাজনীন



তুমি রুক্ষ,
তুমি নিষ্ঠুর,
তুমি হৃদয়হীনা,
এত ভালোবেসেও প্রতিদান শুধুই অবহেলা।

তুমি শূন্যতা,
তুমি হাহাকার,
তুমি ব্যর্থতা,
সুখের বদলে দুঃখের ঘনঘটা।

তুমি স্মৃতি বিজড়িত ব্যথা,
তুমি সান্তনাহীন কথা,
তুমি সময়ের কঠিন স্রোতে ভেসে যাওয়া ভালোবাসা,
আমি আজ কিনারা বিহীন নদীর নৌকা।

একসময় খুঁজেছিলাম তোমায় হাজার লোকের ভিড়ে,
তুমি হারিয়ে গিয়েছিলে এক নিমিষে।
চেয়েছিলাম তোমায় প্রতিটি নিঃশ্বাসে,
তুমি পাড়ি দিয়েছ ভীনগ্রহী আকাশে।

সেই থেকেই জীবনটা বড় রংচটা,
এই বৃষ্টি ভেজা প্রকৃতিতেও
তুমি না পাওয়াই থেকে যাওয়া
আমার এক
অতৃপ্ত তৃষ্ণা।

কবি: শিক্ষার্থী, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ, ইসলামি বিশ্ববিদ্যাল, কুষ্টিয়া।

Scroll to Top