সশরীরে নয় অনলাইনে পরীক্ষা শুরু বশেমুরবিপ্রবিতে

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: সশরীরে নয় অনলাইনেই পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগ।

ইতিমধ্যে বিভাগের মিডটার্ম পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বশেমুরবিপ্রবি রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। আগামী ১৭ জুন থেকে মিডটার্ম পরীক্ষা গ্রহণ করবে বিভাগটি।

১০ জুন (বৃহস্পতিবার) রাতে বিষয়টি দ্য ক্যাম্পাস টুডেকে নিশ্চিত করেছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি ড. হাসিবুর রহমান।

বিভাগের সকল শিক্ষকের সাথে আলোচনা করে এই পরীক্ষার রুটিন দেওয়া হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, ‘মিডটার্ম পরীক্ষা যেকোন কোর্স শিক্ষক চাইলে নিতে পারেন। এটা তো ফাইনাল পরীক্ষা না। বিভাগের সব শিক্ষকেরা মিটিং করে এই মিডটার্ম পরীক্ষার রুটিন দেওয়া হয়েছে।

তবে এর আগে ১৩ জুন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে আমাদের মিটিং আছে। আমরা এই মিটিং এ শিক্ষার্থীদের অসুবিধাগুলো জানবো। যদি অনেক শিক্ষার্থীর অনলাইন পরীক্ষায় অংশ নিতে অসুবিধা হয় তবে এই অনলাইন পরীক্ষা বাতিলও হতে পারে বলে জানান তিনি।

এদিকে সকল বিভাগের ফাইনাল পরীক্ষা আয়োজনের ব্যাপারে আগামী ১৫ জুন (মঙ্গলবার) বশেমুরবিপ্রবি উপাচার্য এ. কিউ. এম মাহবুব, সকল বিভাগের চতুর্থ বর্ষ ও মাস্টার্সের প্রতিনিধিদের (সিআর) সাথে অনলাইনে মতবিনিময় করবেন বলে জানা গেছে।

Scroll to Top