অনলাইন ক্লাসে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাবি প্রতিনিধি


বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সাথে গত ২৫ জুন ভাচুার্য়াল বৈঠকে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরাও সম্মতি দিয়েছেন। ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস শুরুও হয়েছে।

এবার আনুষ্ঠানিক ভাবে অনলাইনে ক্লাস শুরু করতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। আগামী ৯ জুলাই বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়টি সকল বিভাগে অনলাইনে ক্লাস শুরু করবে।

উদ্যোগটি বাস্তবায়নে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অনুষদ অধিকর্তা ও ইনস্টিটিউট পরিচালকদের সঙ্গে ভাচ্যুয়াল মিটিং বসবে রাবি প্রশাসন।

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসব তথ্য জানান উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।

তিনি বলেন, ‘অনেক বিভাগেই শিক্ষকরা অনানুষ্ঠানিক ভাবে অনলাইনে ক্লাস নিচ্ছেন। অানুষ্ঠানিক ভাবে আমরা আগামী ৯ জুলাই থেকে অনলাইন ক্লাস নেয়া শুরু করবো। এর জন্যে আগামীকাল (মঙ্গলবার) অনুষদ অধিকর্তা ও ইনস্টিটিউট পরিচালকদের সঙ্গে ভাচ্যুয়াল মিটিং করা হবে। ইতোমধ্যে একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে। অনলাইনে ক্লাস পরিচালনায় শিক্ষকরা যদি কোনও সমস্যার সম্মুখীন হন তবে তারা এই কমিটিকে অবহিত করবেন।

অধ্যাপক সোবহান বলেন, শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে তাদের প্রিয় ক্যাম্পাসে আসতে পারছে না। তারা কিভাবে কী অবস্থায় জীবনযাপন করছে! তাদের যদি পড়াশোনার মধ্যে এক্টিভ রাখা যায় তাহলে তারা মানসিকভাবে ভালো থাকবে। তাই আগামী ৯ জুলাই থেকে আমরা অনলাইনে ক্লাস শুরু করতে যাচ্ছি। প্রাথমিকভাবে শতভাগ শিক্ষার্থীকে হয়ত নাও যুক্ত করা যেতে পারে, তবে ধীরে ধীরে শিক্ষার্থীরা এতে যুক্ত হবেন। শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করে ক্লাস শুরু করবেন।

Scroll to Top