অনার্স শেষ বর্ষের পরীক্ষা দিতে এসে করোনা পজিটিভ রাবির দুই শিক্ষার্থী

 

রাবি টুডে

করোনায় দীর্ঘ বন্ধের কারনে সেশনজট এড়াতে অনার্স শেষ বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করতে এসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই শিক্ষার্থীর করোনাভাইরাস পজিটিভ হওয়ার খবর পাওয়া গেছে। আক্রান্ত দু’জনই অনার্স শেষ বর্ষের পরীক্ষা দেওয়ার জন্য রাজশাহীতে অবস্থান করছেন।

নাম প্রকাশ না করার শর্তে তারা বলেন, পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে সপ্তাহখানেক আগে রাজশাহীতে আসেন তারা। মেস খোঁজাখুঁজি নিয়ে অনেক মানুষের সংস্পর্শে আসা হয়। পরে করোনার উপসর্গ দেখা দিলে তারা নমুনা পরীক্ষা করতে দেন। গতকাল (৮ জুন) তাদের করোনা পজিটিভ আসে।

জানা যায়, তারা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের ২০তম ব্যাচের শিক্ষার্থী। করোনা পজিটিভ হওয়ার বিষয়টি তারা দুজনেই নিশ্চিত করেছেন।

এ বিষয়ে ফাইন্যান্স বিভাগের সভাপতি অধ্যাপক জাহিদ হাসান বলেন, বিষয়টি এখনো নিশ্চিত হতে পারিনি। তবে কারও করোনা সংক্রমণ হলে অবশ্যই পরীক্ষা পিছিয়ে দেওয়া হবে।

তিনি আরও বলেন, ২০ জুনের পর আমরা সম্ভাব্য একটা তারিখ দিয়েছি, তবে সবার আগে এমবিএর স্থগিত পরীক্ষা নেওয়া হবে। তারপর বিবিএর পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হবে। সবার সেফটি নিশ্চিত করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রসঙ্গত , আবাসিক হলসমূহ বন্ধ রেখে সশরীরে স্থগিত হওয়া পরীক্ষা ২০ জুন থেকে নেওয়ার সিদ্ধান্ত নেয় রাবি প্রশাসন। আগামী ২৭ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের ৪র্থ বর্ষের ২য় সেমিস্টার পরীক্ষা হওয়ার কথা ছিল। সেই পরীক্ষা অংশগ্রহণ করতেই এসেছিলেন এই দুই শিক্ষার্থী।

Scroll to Top