অনির্দিষ্টকালের জন্য হাবিপ্রবি বন্ধ ঘোষণা

অনির্দিষ্টকালের জন্য হাবিপ্রবি বন্ধ ঘোষণা

তানভির আহমেদ, হাবিপ্রবি প্রতিনিধি


প্রাণঘাতী করোনা ভাইরাস এর প্রাদুর্ভাব ঠেকাতে আজ থেকে অনির্দিষ্ট কালের জন্য হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) বন্ধ ঘোষণা করা হয়েছে।

গতকাল সোমবার (১৫ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ডা. মো. ফজলুল হক স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ জুন, ২০২০ তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, পরিক্ষা ও আবাসিক হলসমূহ বন্ধ থাকবে এবং শর্তসাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের কিছু অফিস সীমিত পরিসরে খোলা থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘বিশ্ববিদ্যালয়ে জরুরি সেবা চালু থাকবে। ডাক্তারগণ টেলি-মেডিসিন সেবা প্রদান করবেন। বয়স্ক, ঝুকিপূর্ণ, অসুস্থ কিংবা সন্তানসম্ভবা নারীগণ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে কর্মস্থলে উপস্থিত হওয়া থেকে বিরত থাকবেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তাগণ কর্মস্থল (দিনাজপুর) ত্যাগ করবেন না এবং কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত বহিরাগত কোন ব্যক্তিকে ক্যাম্পাসে প্রবেশ ও অবস্থান না করতে নির্দেশ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

এই বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *