অনেক নাটকীয়তা শেষে বার্সেলোনা ছেড়ে ম্যানচেস্টার সিটিতেই মেসি !

ডেস্ক রিপোর্ট


শেষ হলো সব অপেক্ষা, রেকর্ড ৭শ’ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা ছেড়ে পাঁচ বছরের চুক্তিতে ম্যানচেস্টার সিটিতে যাচ্ছেন লিও মেসি। আজ এমনই তথ্য জানিয়েছে ফক্স টিভি।

গত ২৫ আগস্ট লিওনেল মেসি ট্রান্সফারের জন্য বার্সেলোনাকে অনুরোধ পত্র পাঠিয়েছিলেন। তারপর থেকেই মেসিকে পাওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল বেশ কয়েকটি ক্লাব। তবে করোনায় অধিকাংশ ক্লাবেরই অবস্থা শোচনীয়, আর সেই সুযোগ কাজে লাগিয়েছে ম্যানচেস্টার সিটি। যার প্রেক্ষিতে মেসিকে দলে ভেড়াতে মেগা প্রস্তাব দিয়েছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি।

এর আগে, স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তও মেসিকে দেওয়া ম্যানচেস্টার সিটি লোভনীয় আর্থিক প্রস্তাবেত কথা প্রকাশ করেছে। যেখানে মাত্র পাঁচ বছরেই ৭৫০ মিলিয়ন ইউরো পাবেন লিও মেসি।
বার্সেলোনার বোর্ডের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকেই ক্লাব ছাড়ার কথা ভাবছিলেন লিওনেল মেসি। যা আরও ত্বরান্বিত হয়েছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে লজ্জার হারের পর। ৮-২ গোলে সেই ম্যাচে হারে কাতালান এই ক্লাব।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ

Leave a Comment