অবহেলা

অবহেলা
তানজিনা ইসলাম



অবহেলায় বিলীন হলো
স্বপ্ন সুখের আশা
অসৎ লোকের পাল্লায় পড়ে
মনটা হলো ঠাসা।

একটুখানি ছোঁয়া পেতে
মনটা করে আকুল
দেখলে তোমায় গুমরে কাঁদি
স্মৃতির ঘরে ব্যাকুল।

দিবা নিশি দেখি স্বপ্ন
হয়ে উদাস পাখি
চোখের জলে ভাসে আমার
নিঠুর দুটি আঁখি।

আজকে তুমি করছো হেলা
ভুলে সকল মায়া
দুঃখের সময় ছিলাম তোমার
হয়ে বটের ছায়া।

একদিন তুমি ডাকবে আমায়
চলতে তোমার সাথে
সেদিন আমি হাসির ছলে
ভুলবো স্মৃতি রাতে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ

Leave a Comment