অবিভাবকহীন বরিশাল বিশ্ববিদ্যালয়, ভর্তি পরীক্ষা স্থগিত

ববি টুডেঃ অবিভাবকহীন অবস্থায় দীর্ঘদিন ধরে বরিশাল বিশ্ববিদ্যালয়। সাবেক ভিসি প্রফেসর ড. এএম ইমামুল হকের মেয়াদ শেষ হয় গত ২৭ মে। এরপর কাউকে নিয়োগ দেয়া হয়নি। প্রায় পাঁচ মাস ধরে উপাচার্য ছাড়া চলছে বরিশাল বিশ্ববিদ্যালয়।

এদিকে কোষাধ্যক্ষের মেয়াদও শেষ। কোষাধ্যক্ষ প্রফেসর ড. একেএম মাহাবুব হাসান এর মেয়াদ শেষ হয়েছে ৭ অক্টোবর। বিশ্ববিদ্যালয়ের প্রধান দুই পদ শূন্য থাকায় স্থবির হয়ে পড়েছে প্রশাসনিক ব্যবস্থা। এরই মধ্যে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবারের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা।

বিশ্ববিদ্যালয়ের শীর্ষ দুই পদ শূন্য থাকায় মারাত্মক ব্যাহত হচ্ছে প্রশাসনিক কার্যক্রম। বন্ধ রয়েছে সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল ও ফিন্যান্স কমি’টির কার্যক্রম। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া যাচ্ছে না বলে জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক আবু জাফর মিয়া।

এ অবস্থায় দ্রুত উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগের দাবি শিক্ষক ও শিক্ষার্থীদের। ইতোমধ্যে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা।

দ্য ক্যাম্পাস টুডে।

Scroll to Top