অর্থ মন্ত্রণালয় ও অগ্রণী ব্যাংকের সাথে বশেমুরবিপ্রবি ও জবি’র মধ্যকার ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তি

অর্থ মন্ত্রণালয় ও অগ্রণী ব্যাংকের সাথে  বশেমুরবিপ্রবি ও জবি’র মধ্যকার ত্রিপক্ষীয়   সমঝোতা চুক্তি

 

বশেমুরবিপ্রবি প্রতিনিধি

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক/কর্মচারীদের জন্য ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গৃহ নির্মাণ ঋণ, ২০১৯-এর আওতায় গৃহ নির্মাণ ঋণ প্রদান কার্যক্রম শুরু হয়েছে।

এ পরিপ্রেক্ষিতে আজ (২০ ডিসেম্বর) অর্থ মন্ত্রণালয়, অগ্রণী ব্যাংক লিমিটেড এর সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মধ্যকার সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাংলাদেশ সচিবালয়ের অর্থ বিভাগে অনুষ্ঠিত হয়।

এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. কামাল উদ্দিন আহমেদ ও বশেমুরবিপ্রবি’র পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আব্দুর রউফ।

উল্লেখ্য, এই ঋণ চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ীভাবে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ গৃহ নির্মাণের জন্য স্বল্প হারে ঋণ সুবিধা লাভ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *