অসংখ্য প্রেমের প্রস্তাব সম্বলিত চিরকুট পেয়েছি

বর্তমান সময়ে বাংলা সাহিত্যের উঠতি লেখকদের মধ্যে সব থেকে আলোচিত-সমালোচিত নাম ‘ফাহাদ’স ডায়েরী’ গ্রুপের হাসিবুল ইসলাম ফাহাদ।

মহান একুশে গ্রন্থমেলা-২০২০ এ তার প্রথম উপন্যাস ‘উইজার্ড রিবর্ন’ প্রকাশিত হওয়ার পর থেকেই বইটি রকমারির টপ লিস্টে ছিল।

তাঁর গ্রন্থমেলার অভিজ্ঞতা,পাঠকদের নানা অভিযোগ ও প্রকাশিতব্য উপন্যাস ‘খুনের নেশা’ নিয়ে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন- সোয়াদুজ্জামান সোয়াদ

কেমন আছেন?

উত্তরটা শেষে দিচ্ছি। ঠিক এই মুহুর্তে যেমন আছি লেখা শেষে তেমন নাও থাকতে পারি।

ঘরবন্দী সময়টা কিভাবে কাটছে?

ইস্পাত, শি, দ্যা রিটার্ন অফ দ্যা শি বইগুলোর পাতায় চোখ রেখে, নতুন নতুন রেসিপি রান্না করে আর ছাদে ঘুড়ি উড়িয়ে কেটে যাচ্ছে কোয়ারেন্টাইনের বোরিং সময়।

প্রথম উপন্যাস ‘উইজার্ড রিবর্ন’ প্রকাশ ও গ্রন্থমেলার অভিজ্ঞতা কেমন? কোনো এক মজার স্মৃতি শুনতে চাই..

উইজার্ড রিবর্ন বইটির অনাকাঙ্ক্ষিত আগমন ঘটে আমার লাইফে।

হঠাৎ সিদ্ধান্ত নিয়ে বইটি বের করা হয়।তবে পাঠকদের ভালোবাসায় প্রথম থেকেই বইটি রকমারির টপ লিস্টে ছিল। এখান থেকে আমার প্রাপ্তি অনেক। সব থেকে বড় প্রাপ্তি ছিল আমার বাবা মা ও বোনের গর্বিত চোখের দৃষ্টি।

বইমেলায় তেমন কোন মজার ঘটনা নেই। তবে অসংখ্য প্রেমের প্রস্তাব সম্বলিত চিরকুট পেয়েছি। সবগুলোই সংগ্রহ করে রেখে দিয়েছি। মানুষের এত এত ভালোবাসা পেতে সবার ই মজা লাগে। আমার ও লেগেছে।

শুনলাম আপনার প্রকাশিতব্য
উপন্যাস ‘খুনের নেশা’ শীঘ্রই আসছে?

হ্যাঁ। ‘খুনের নেশা’ আসবে শীঘ্রই। কাজ চলছে। যদিও বইটি শুধুমাত্র প্রাপ্তমনস্কদের জন্য।

গত ২২ জুন ফাহাদ’স ডায়েরী এর এক বছর পূর্তি হলো। সন্তুষ্টি-অসন্তুষ্টি­?

কোন অসন্তুষ্টি নেই। আমার সাথে আমার লেখালেখির খুব ছোট্ট ক্যারিয়ারের সাথে যে যে ইন্সিডেন্ট হয়েছে তা যদি না হত, আমি হয়ত এ পজিশন এ থাকতাম না। তাই আমি যথেষ্ট সন্তুষ্ট।

পর্ব ধরে লেখেন অথচ পাঠকদের এত অপেক্ষা কেন করান?

মাঝে মাঝে অপেক্ষা করানো ভালো। অপেক্ষা না ঠিক আমি প্রতিক্ষায় রাখি। এতে আসল পাঠকদের চেনা যায়।

শুদ্ধতম ভালোবাসা যাচাই করার একটা সুযোগ বলতে পারেন। এছাড়াও আমার সবাইকে প্রতিক্ষায় রাখতে ভালো লাগে, কারণ ছাড়াই রাখি।

সবাই বলে আপনি সমালোচনা একদম সয্য করেন না।কতটুকু সত্যি?

সমালোচনা মিথ্যা হলে একদম ই সহ্য করিনা। সঠিক সমালোচনা গ্রহণ করার মাধ্যমে নিজের ইম্প্রুভমেন্ট করি।

মাঝে মধ্যেই অন্য লেখকদের সাথে আপনার ঝামেলায় জড়ানোর খবর পাওয়া যায়।সেটা ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব ফেলবে কি না?

ক্যারিয়ার নিয়ে চিন্তা করিনা। অন্যায় দেখলে সেখানে কথা বলি। সেটা শুধু লেখক না, সবার বিপরীতেই ।

ডার্ক সিটি, ব-রহস্য, বিষণ্ণ শহর,ব্লাক ক্যাফেটেরিয়া কোনটাকে এগিয়ে রাখবেন?

ব-রহস্য। এডভান্সড সাইন্স হিসেবে এটা আমার পছন্দের একটি সৃষ্টি।

তরুণ লেখকদের উদ্দেশ্যে কিছু কথা-

নিজের মনে যা আসে, সমালোচিত হলেও তা ই লেখা উচিত। আপনার পছন্দের সাথে যাদের পছন্দ মিলবে তারা অবশ্যই আপনাকে খুঁজে নিবে। নিজেকে প্রাধান্য দিন। নিজেকে ভালোবাসুন।

সবশেষে কেমন আছির উত্তর, আমাদের জীবন প্রবাহমান। প্রবাহমান জীবনে প্রবাহিত আছি, ভালো খারাপ মিলিয়েই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *