অসহায় কৃষকের পাশে যবিপ্রবি ছাত্রলীগ

যবিপ্রবি টুডেঃ করোনা ভাইরাসের কারণে সারাদেশে অঘোষিত লকডাউন চলছে। বন্ধ রয়েছে পরিবহন ও যোগাযোগব্যবস্থা। ফলে কৃষকেরা ধান কাটার জন্য পর্যাপ্ত শ্রমিক পাচ্ছে না।

তাই ধান কাটা এবং ঘরে তোলা নিয়ে বিপাকে পড়েছে কৃষকেরা ,ঠিক তখনি রোজা রেখে কৃষকের ধান কেঁটে কৃষকের বাড়িতে পৌছে দিল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ছাত্রলীগের নেতাকর্মীরা ।

যশোর জেলার ঝিকরগাছা উপজেলার এক আসহায় কৃষকের হাটু পানিতে ডোবা ধান কেঁটে বাড়িতে পৌঁছে দিয়েছে যবিপ্রবি ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আফিকুর রহমান অয়ন সহ ছাত্রলীগের নেতা কর্মীরা ।

যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যশোর ৬ কেশবপুর আসনের উপ-নির্বাচনে নৌকার সংসদ সদস্য প্রার্থী শাহীন চাকলাদারের এর নির্দেশনায় যবিপ্রবি ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আফিকুর রহমান অয়নের নেতৃত্বে যাবিপ্রবি ছাত্রলীগের নেতাকর্মীরা গরীব কৃষকের ধান কেঁটে কৃষকের বাড়িতে পৌঁছে দেয়।

এই সময় উপস্থিত ছিলেন যবিপ্রবি ছাত্রলীগ নেতা রুবেল, ফাহিম,আল আমিন,রেজওয়ান এবং ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগ নেতা মিথুন চক্রবর্তী মাহী

যবিপ্রবি ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আফিকুর রহমান অয়ন বলেন, “বোরো ধানের বাম্পার ফলনে হাসি ফুটেছে কৃষকদের মুখে। কিন্তু করোনাভাইরাসের কারণে ধান কাটা শ্রমিক সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় এক কৃষক ভাইয়ের মানবিক ডাকে সাড়া দিয়েছি আমরা যবিপ্রবি ছাত্রলীগের নেতাকর্মীরা।”

তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসরণ, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির উৎসাহ এবং যশোর-৬ আসনের উপনির্বাচনের নৌকা প্রতীকের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের সহযোগিতায় আমরা যবিপ্রবি ছাত্রলীগ নেতাকর্মীরা কৃষকদের পাশে দাঁড়িয়েছি।”

“আমরা নিজ নিজ জায়গা থেকে বিভিন্ন সময়ে ক্ষুদ্র চাষিদের ধান কেটে ঘরে পৌঁছে দেওয়ার কাজ করেছি। তাছাড়া যেসব চাষি ধানকাটার শ্রমিক পাচ্ছেন না, তাদের সহযোগিতা করতে সকল ছাত্রলীগ নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে ।” যোগ করেন তিনি।

Scroll to Top