অসহায় রিক্সাচালককে বাচ্চার গুড়ো দুধ কিনে দিলেন রাব্বানী

সানজিদ আরা সরকার বিথী

ঢাবি প্রতিনিধি


সারাদিনের আয় ২৫০ টাকা। কিন্তু এক কৌটা গুড়ো দুধের দাম ৪৫০ টাকা! এজন্য ঘন্টার পর ঘন্টা দোকানের সামনে তাকিয়ে এক রিক্সাচালক। চোখে লোকভয় আর লজ্জার ছাপ স্পষ্ট। তবে সেই কষ্টের সময় রিক্সাচালক পাশে পেলেন ডাকসুর সদ্য সাবেক জিএস গোলাম রাব্বানীকে।

এমন মানবিক বিষয়টি নিজেই তার ফেসবুকে শেয়ার করে বলেন, তিনি পান্থপথের একটি ডিপার্টমেন্ট স্টোরে দৈনন্দিন কেনাকাটা করছিলেন তারপর তিনি লক্ষ্য করলেন,একজন রিক্সাচালক রিক্সা দাঁড় করিয়ে রেখে স্টোরের একটা সেল্ফের দিকে একমনে তাকিয়ে আছে, কিন্তু ভিতরে ঢুকছে না, কিছু বলছেও না।

আরও বলেন, ভাইজান, কিছু লাগবে নাকি, রাব্বানী জিজ্ঞেস করতেই ক্ষীণ কণ্ঠে লোকটা জানালো, তার দুই বছর বয়সী বাচ্চা মেয়েটা অসুস্থ, কিছু খেতে পারে না। বাচ্চাদের গুড়োদুধ (সেরেলাক) খাওয়ানো প্রয়োজন। কিন্তু ভাড়ায় রিক্সা টেনে আজ সারাদিনে মাত্র ২৫০ টাকা জোগাড় হয়েছে, দুধের দাম ৪৫০ টাকা! লোকটির চোখমুখ জুড়ে একজন পিতার অসহায়ত্বের ছাপ স্পষ্ট।

রাব্বানী মেয়েটির জন্য এক প্যাকেট সেরেলাক দুধ উপহার দিয়েছেন , আর দোকানে বলে দিয়েছেন,এইটা শেষ হলে আরো এক প্যাকেট যেন এখান থেকে নিয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ

Leave a Comment