আকাশের তারা হতে চাই
জান্নাতুল ফেরদৌসী মিশু
ইদানিং ভীষণ ইচ্ছে করে
আকাশের তারা হতে,
তাদের সাথে খেলা করতে
রাত জাগা মানুষের সঙ্গী হতে।
ওই দূর নীল আকাশের শত শত তারা
নির্ঘুম চোখে গুনে যারা,
যাদের বুকে কষ্টের পাহাড় গড়া
একা একা প্রকৃতির মাঝে থাকে ওরা।
কত কথা বলে বিনা দ্বিধায়
তখন মন হয় মেঘের ভেলা,
একরাশ হাসি ফুটে মুখে
নির্জন রাতের বেলা।
আকাশের তারা হতে চাই
সবার কষ্টের ভাগ নিতে,
ভুলিয়ে দিতে চাই আমি
প্রিয় মানুষের ক্ষতটা।
আকাশের তারা হলে
আমিও পাবো রেহাই,
যারা ইচ্ছে করে
কষ্ট দেয় আমায় !