দাওরায়ে হাদিস পরীক্ষা শুরু কাল

আগামীকাল থেকে শুরু হচ্ছে দেশের যে শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক


আগামীকাল রবিবার (২২ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে দেশের কওমি মাদ্রাসাগুলোর দাওরায়ে হাদিস (তাকমীল) পরীক্ষা। আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের অধীনে অনুষ্ঠিত এ পরীক্ষা শেষ হবে ২৯ সেপ্টেম্বর।

শনিবার বিকালে সংস্থাটির পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মুহাম্মাদ ইসমাইল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষার তারিখ ও সময় পরিবর্তন করা হয়নি। দাওরায়ে হাদিস (তাকমীল) পরীক্ষা ১০ বিষয়ের হবে। পরীক্ষা ৩ ঘণ্টা ব্যাপী অনুষ্ঠিত হয়।

তবে আল্লামা আহমদ শফী’র জানাজায় অংশ নিতে অনেক কওমি মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী চট্টগ্রাম গিয়েছেন। তাই তাদের দাবি ছিলো পরীক্ষা একদিন পেছানোর।

উল্লেখ্য, বর্তমানে ৬টি বোর্ডের অন্তর্ভুক্ত দেশের সব কটি দাওরায়ে হাদিস কওমি মাদরাসা আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়ার অধীনে পরীক্ষায় অংশগ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *