আজারেঙ্কাকে হারিয়ে এবারের ইউএস ওপেন নিজের করে নিলেন ওসাকা

মোঃ মিনহাজুল ইসলাম
ক্রীড়া প্রতিবেদক


দুর্দান্ত শুরু করেও ইউএস ওপেনের ফাইনালে হার মানলেন আজারেঙ্কা, তরুণ নাওমি ওসাকার হাতেই উঠলো শিরোপা। প্রথম সেটে ১-৬ সেটে পিছিয়ে থেকেও পরের দুই সেটে ৬-৩, ৬-৩ সেটে জিতে, আজারেঙ্কাকে হারিয়েছেন ওসাকা।

অথচ প্রথম দিকে মনে হচ্ছিলো জয় হবে এবার আজারেঙ্কার! কেননা আজারেঙ্কা প্রথম সেট জিতে ৬-১ ব্যবধানে, এরপর আবার দ্বিতীয় সেটেও ৩-০ তে এগিয়ে ছিলেন তিনি। তবে আজারেঙ্কার বিধি বাম, তরুণ ওসাকা ঠিক তখনই নিজের বুদ্ধির পরিচয় দিলেন।

খেলার পরিবর্তন এনে, ব্যাকহ্যান্ডের মাধ্যমে একের পর এক জবাব দিতে থাকলেন আজারেঙ্কার ফোরহ্যান্ডগুলোর। ওসাকা এবার দেখে শুনে, মেপে মেপে জোরের সাথে শট মারতে লাগলেন। আর এতেই ম্যাচ আস্তে আস্তে ওসাকার দিকে আসতে লাগলো।
আর এতে করেই নিজের ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতলেন নাওলি ওসাকা। আর অন্যদিকে সাত বছর ধরে গ্র্যান্ড স্ল্যাম জেতার যে আকাঙ্খা আজারেঙ্কার, তা আরও দীর্ঘ হলো।

Scroll to Top