আজ বিশ্ব শ্রম দিবস

আজ বিশ্ব শ্রম দিবস

ক্যাম্পাস টুডে ডেস্ক, 

আন্তর্জাতিক শ্রম দিবসটি আজ সারা বিশ্বে পালিত হচ্ছে। এটি 1886 সালের 1 মে শুরু হয়েছিল। এই দিনটিতে, মার্কিন শ্রমিক সংগঠনগুলি ২৪ ঘণ্টার বেশি কাজ না করার জন্য ধর্মঘট করেছে। 1877 সালে, শ্রমিকরা তাদের দাবি আরও তীব্র করে একটি নতুন আন্দোলন শুরু করে। এর পরে, 1886 সালের 1 মে আমেরিকার 11 হাজার কারখানার প্রায় 4 লাখ শ্রমিক একত্রিত হয়ে তাদের দাবির পক্ষে একটি বিশাল আন্দোলন শুরু করে.

শোষন থেকে মুক্তি আর অধিকার আদায়ে সংগ্রামের যে ইতিহাস তা যেনো রয়ে গেছে ইতিহাসের পাতাতেই। গত একবছরে সেই ধারা আরও স্পষ্ট হয়েছে করোনাকালে। চলমান ধাক্কা সামলাতে একবছরে ধারকর্য বেড়েছে দ্বিগুন। উল্টো সরকারি সহায়তা নেমেছে ৫ ভাগের এক ভাগে। বিশ্লেষকদের মতে, সংকট উত্তরনে শ্রমজীবিদের জন্য নেয়া হয়নি সঠিক পরিকল্পনা।

এটি ভারতে শুরু হয়েছিল 1 মে 1923 সালে on এর আগে এটি মাদ্রাজ দিবস নামেও পরিচিত ছিল। এটি শুরু করেছিলেন ভারতীয় মজদুর কিষাণ পার্টির নেতা কমরেড সিঙ্গারভেলু চেটিয়ার। তিনি মাদ্রাজ হাইকোর্টের সামনে বিক্ষোভ প্রদর্শন করে শ্রমিকদের স্থানান্তর ২৪ ঘণ্টার বেশি না হওয়ার দাবি জানান। এ ছাড়া শ্রমিকদের জন্য বছরে এক দিনের ছুটি দেওয়ারও দাবি করেছিলেন তিনি। এই দিনটি প্রতি বছর ভারত সহ ৮০ টি দেশে পালিত হয়।

শোষন থেকে মুক্তি আর অধিকার আদায়ে সংগ্রামের যে ইতিহাস তা যেনো রয়ে গেছে ইতিহাসের পাতাতেই। গত একবছরে সেই ধারা আরও স্পষ্ট হয়েছে করোনাকালে। চলমান ধাক্কা সামলাতে একবছরে ধারকর্য বেড়েছে দ্বিগুন। উল্টো সরকারি সহায়তা নেমেছে ৫ ভাগের এক ভাগে। বিশ্লেষকদের মতে, সংকট উত্তরনে শ্রমজীবিদের জন্য নেয়া হয়নি সঠিক পরিকল্পনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *