আজ লন্ডনের অ্যাসোসিয়েশন অফ কমনওয়েলথ্ ইউনিভার্সিটিজের সভায় যোগ দিবেন ঢাবি উপাচার্য

সানজিদ আরা বিথী

ঢাবি প্রতিনিধি


২০১৯ সালের জুলাই মাসে তিন বছরের জন্য লন্ডনের অ্যাসোসিয়েশন অফ কমনওয়েলথ্ ইউনিভার্সিটিজের কাউন্সিল মেম্বার পদে নির্বাচিত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

আজ শুক্রবার (১৭জুলাই)লন্ডনে ‘অ্যাসোসিয়েশন অফ কমনওয়েলথ ইউনিভার্সিটিজ’এর কাউন্সিল সভায় অংশগ্রহণ করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। করোনা পরিস্থিতি বিবেচনায় সভাটি অনলাইন প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে বাংলাদেশ সময় আজ বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা পৌনে ৮টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

উক্ত সভায় উপাচার্য নির্ধারিত আলোচ্যসূচি ছাড়াও পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিশেষভাবে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, গবেষণা, বৃত্তি ও উচ্চশিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন।

Scroll to Top