আন্তঃবিভাগ প্রমিলা ব্যাডমিন্টনে প্রত্নতত্ত্বকে হারিয়ে ফাইনালে ইংরেজি বিভাগ

কুবি প্রতিনিধি


কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) আন্তঃবিভাগ প্রমিলা ব্যাডমিন্টন টুর্নামেন্টে প্রত্নতত্ত্ব বিভাগকে সেমিফাইনালে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ইংরেজি বিভাগ। সোমবার বিকাল চারটায় বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে সেমিফাইনালে প্রত্নতত্ত্ব বিভাগকে ২-০ সেটে হারিয়েছে ইংরেজি বিভাগ।

এসময় ইংরেজি বিভাগের হয়ে খেলায় অংশগ্রহণ করেন ১১ তম ব্যাচের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা আখি এবং ১২ তম ব্যাচের শিক্ষার্থী হুমায়রা জামান মম।

ফাইনালে অংশগ্রহণ নিয়ে জানতে চাইলে হুমায়রা জামান মম ক্যাম্পাস টুডে কে বলেন, ‘ প্রথমবারের ফাইনালে অংশগ্রহণ করতে পেরেছি এটা আনন্দের, তার চেয়ে আনন্দের হলো বিভাগের হয়ে খেলতে পেরেছি।’

Scroll to Top