জাতীয় টুডেঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলে(বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যার ঘটনায় আটককৃত দশ আসামির দশ দিনের রিমান্ড আবেদন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মামলায় আটককৃত ১০ আসামির ১০ দিনের রিমান্ড আবেদন।
মঙ্গলবার (০৮ অক্টোবর) ওই দশ আসামির জন্য দশ দিনের রিমান্ড চেয়ে ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠিয়েছে ডিবি। ডিবি দক্ষিণের অতিরিক্ত উপকমিশনার খন্দকার রবিউল আরাফাত লেনিন মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন।
উপকমিশনার আরাফাত লেলিন জানান, “মামলার এজাহারভুক্ত আসামিদের মধ্যে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে।”
গত সোমবার (০৭ অক্টোবর) রাতে আবরার হত্যার ঘটনায় ১৯ জনকে আসামি করে তাঁর বাবা বরকত উল্লাহ ঢাকার চকবাজার থানায় মামলা করেছেন। আটক ১০ জনকে মামলায় গ্রেপ্তার দেখানো হয় বলে জানান লালবাগ বিভাগের উপকমিশনার মুনতাসিরুল ইসলাম।
দ্য ক্যাম্পাস টুডে