আবারও ১০ দিনের রিমান্ডে সম্রাট

জাতীয় টুডেঃ ক্যাসিনোর ঘটনায় গ্রেপ্তার বহিষ্কৃত যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের আবারও দশ (১০) দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে ঢাকা মহানগর হাকিম (সিএমএম) আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ইসমাইল হোসেন সম্রাটকে আদালতে হাজির করা হলে তার মুক্তি চেয়ে আদালত প্রাঙ্গনে বিক্ষোভ করেন তার সমর্থকরা।সেই সময় তার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন তাঁরা।

দ্য ক্যাম্পাস টুডে।

Scroll to Top