ক্যাম্পাস টুডে ডেস্ক
করোনার কারণে অক্টোবর মাসে খুলছে না শিক্ষাপ্রতিষ্ঠান। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত নতুন করে ছুটি বাড়ানো হয়েছে।
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বিশ্বব্যাপী চলমান মহামারি করোনার কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
করোনাভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। কয়েক দফা বাড়ানোর পর সর্বশেষ ৩ অক্টোবর পর্যন্ত ছিল ছুটি। আজ আরও একমাস ছুটি বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হলো।
বুধবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, করোনাভাইরাস একটি বৈশ্বিক মহামারী। এই পরিস্থিতিতে ধাপে ধাপে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়েছে। এছাড়া অন্যকোন যৌক্তিক পদ্ধতি আছে বলে আমরা মনে করি না।
প্রসঙ্গত,সাংবাদিকদের সঙ্গে অনলাইনে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো ব্যাপারে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়ছে। কতদিন বাড়ছে সেটি শিগগির জানিয়ে দেওয়া হবে।