সানজিদ আরা সরকার বিথী
ঢাবি প্রতিনিধি
শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত পৌনে দুইটায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই ও তাঁর একান্ত সহকারী সচিব আবদুল হাই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিএমএইচের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৬৭ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আব্দুল হাইয়ের মৃত্যুতে আজ শুক্রবার (১৭ জুলাই)এক শোক বার্তায় গভীরভাবে শোক প্রকাশ করেছেন।
ঢাবি উপাচার্য বলেন, ‘আবদুল হাই ছিলেন মানুষের কল্যাণকামী সরল মনের সজ্জন মানুষ। তিনি ছিলেন বীর মুক্তিযোদ্ধা। এছাড়া, তিনি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বীর মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি কলেজের সহকারী অধ্যাপক হিসেবে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন।’
ঢাবি উপাচার্য মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।