আমরা এখন এইচএসসি দিতে ইচ্ছুক নই: মানববন্ধনে পরীক্ষার্থীরা

ক্যাম্পাস টুডে ডেস্ক


করোনা ভাইরাস পরিস্থিতিতে উচ্চমাধ্যমিক ও সমমানের (এইচএসসি) পরীক্ষা বাতিলের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় মানববন্ধন করেছে উপজেলার বিভিন্ন কলেজর শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিভিন্ন কলেজ ও মাদরাসার প্রায় ৭০ জন শিক্ষার্থী মুখে মাস্ক পরে অংশ নেয়।

জানা গেছে, মানববন্ধনে ঢাকার মনিপুর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের শিক্ষার্থী জয়ন্ত দেব, চট্টগ্রাম জামেয়া আহমাদিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসার শিক্ষার্থী সামিউল সাফায়েত, নাসিরনগর সরকারি কলেজের শিক্ষার্থী সৌরভ দেব, ঢাকা ইম্পিরিয়াল কলেজের শিক্ষার্থী ইয়াসিন হোসেন উপস্থিত ছিলেন।

এ সময় তারা বলেন, করোনা ভাইরাস পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। প্রধানমন্ত্রী কিছুদিন আগে বলেছেন, শীতে করোনাভাইরাসের সংক্রমণ বেশি ছড়াতে পারে। আর শীতের প্রভাব এখনই পড়তে শুরু হয়েছে। করোনাভাইরাসের এই মহামারিতে জীবনের ঝুঁকি নিয়ে কোনোভাবেই শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষা দিতে ইচ্ছুক না। পরীক্ষায় অংশ নিলে তাদের পরিবারও করোনাভাইরাসের ঝুঁকিতে পড়বে।

মানববন্ধনে আরও বলেন, “আমরা পরীক্ষা দিতে চাই। তবে করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হতে হবে এবং পরীক্ষার ৩০ দিন আগে রুটিন দিতে হবে।”

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ

Leave a Comment