আমরা দুজন জাস্টফ্রেন্ড, আমাদের অনেকবার পরকিয়া হয়েছে: ফাহমি

জাতীয় টুডে: নির্মাতা ইফতেখার আহমেদ ফাহমি ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার মুহূর্তের কিছু অন্তরঙ্গ ছবি গত রাতে স্যোশাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা গেছে।

অনেক সমালোচনার পরে অবশেষে এ বিষয়ে মুখ খুললেন ইফতেখার আহমেদ ফাহমি। তিনি এ নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাসও দিয়েছেন।

স্ট্যাটাসে তিনি লিখেছেন, “হ্যা মিথিলা আর আমার পরকিয়া হয়েছে। একবার নয় অনেকবার। আর এটা নিয়ে মজা করার কিছুই নেই। আমরা দুজন জাস্টফ্রেন্ড।”

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকেই ছবিগুলো শেয়ার করেন। তবে ইফতেখার ফাহমি বা মিথিলা এ বিষয়ে তখনো কোনো মন্তব্য করেননি।

এর আগে কলকাতার নির্মাতা সৃজিত মুখোপাধ্যায় এর সঙ্গে মিথিলার প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। যা বিভিন্ন গণমাধ্যম খবর প্রকাশ করে। দীর্ঘদিন সৃজিত আর মিথিলার খবর অনলাইন মাধ্যমে ভাসতে থাকে। এবার ফাহমির সঙ্গে মিথিলার ছবি নিয়ে তোলপাড় শুরু হয়েছে।

এতদিন সৃজিতের সঙ্গে সম্পর্কের বিষয় সবাই জানলেও এখন নতুন করে ফাহমির সঙ্গে মিথিলার ছবি দেখে স্যোশাল মিডিয়ায় শুরু হয়েছে নানা প্রশ্ন।

উল্লেখ্য, তাহসান ও মিথিলার বিয়ে হয় ২০০৬ সালের ৬ আগস্ট। তবে সংসারে একসময় অশান্তি দেখা দেয়। ২০১৫ সালের দিকে আলাদা থাকতে শুরু করেন তারা। তাদের ঘরে একমাত্র মেয়ে আয়রান।

 

দ্য ক্যাম্পাস টুডে।   

Scroll to Top