আমাদের মানুষ মনে করুন,শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিন’

আমাদের মানুষ মনে করুন,শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিন’

 

চবি প্রতিনিধি

করোনাকালে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা হল-ক্যাম্পাস খোলা দাবিতে একত্রিত হয়ে মানববন্ধন করছে চট্টগ্রামে শিক্ষার্থীরা।

সোমবার(২৪মে) সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করেন শিক্ষার্থীরা।মানববন্ধনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়,জাতীয় বিশ্ববিদ্যালয়,বেসরকারি বিশ্ববিদ্যালয়,কলেজ ও স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান আর কয়দিন এভাবে বন্ধ থাকবে।আমাদের বয়স বেড়ে যাচ্ছে।চাকরি করতে গেলে ইন্টার পাশ বললে কেউ চাকরি দেয় না।এদিকে পড়াশুনা শেষ করতে গিয়ে চাকরির বয়স শেষ হয়ে যাচ্ছে।আমাদের মা বাবারা আমাদের দিকে তাকিয়ে আছেন।

তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেশিরভাগই গ্রামের।এখন অনলাইন পরীক্ষার কথা বলছেন।গ্রামের ইন্টারনেট এর অবস্থা আপনারা জানেন।যেখানে আমরা নেটওয়ার্কই পাচ্ছিনা সেখানে আমরা অনলাইনে পরীক্ষা কীভাবে দেব?

শিক্ষার্থীরা বলেন, বাসা থেকে চাপ দিচ্ছে।কিছুই করতে পারছি না আমরা।অনেক শিক্ষার্থীর ডিপ্রশনে গিয়ে আত্মহত্যা করছে।

তারা বলেন, লকডাউন চলছে।কিন্তু সব কিছুই খোলা।করোনা কি শুধু শিক্ষা প্রতিষ্ঠানে?আমাদের মানুষ মনে করুন।অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন।

এই বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *