‘আমি শিক্ষার্থীদের দাবির সাথে সম্পূর্ণ একমত’: কুবি উপাচার্য

কুবি টুডেঃ করোনা মহামারীর কারণে দীর্ঘ ১৪ মাস হল ক্যাম্পাস বন্ধ, স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষার্থীরা।

আজ সোমবার সকাল সাড়ে ১০ টায় প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আহমেদ আবির রায়হানের সঞ্চালনায় মানববন্ধনে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা চালু করার ব্যাপারে দাবি জানান।

মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, আমাদের দেশের মতো এভাবে টানা কোথাও ক্লাস পরীক্ষা বন্ধ নেই। আমাদের বন্ধুপ্রতিম পার্শ্ববর্তী দেশ ভারতে এতো আক্রান্তের পরেও তারা ক্যাম্পাস খোলা রেখেছে। আমি এটাকে লকডাউন বলবো না। এর মাধ্যমে আমাদের শিক্ষাব্যবস্থাকে ডাউন করে দেয়া হচ্ছে। গ্রামের প্রাইমারী স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত হাজার হাজার শিক্ষার্থী ঝরে যাচ্ছে। যেখানে অফিসার-কর্মচারী সবাই স্বাস্থ্যবিধি মেনে অফিস করছে। তাহলে শিক্ষার্থীরা কেন স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করতে পারবে না। তাই আমি বলবো অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন।

এ সময় অর্থনীতি বিভাগের সাদিয়া আফরিন বলেন, এ যে লকডাউন দেয়া হয়েছে। এতে আমাদের পড়াশোনার আগ্রহ দিন দিন হারিয়ে যাচ্ছে। আমরা মানসিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছি। আমি মনে করি শিক্ষার্থীরা যথেষ্ট সচেতন। অবশ্যই তারা স্বাস্থ্যবিধি মেনে ক্লাস পরীক্ষা দিতে পারবে।

ক্যাম্পাসে মানববন্ধন দেখতে এসে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, যদি শিক্ষা প্রতিষ্ঠান খোলার অনুমতি দেয়া হয়। কথা দিচ্ছি কুমিল্লা বিশ্ববিদ্যালয় সবার আগে পরীক্ষা নিবে। আমি শিক্ষার্থীদের দাবির সাথে সম্পূর্ণ একমত। আমি তোমাদের মেসেজগুলো ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবো।

Scroll to Top