আ ক ম মোজাম্মেল হক ও তার স্ত্রী করোনা আক্রান্ত

জাতীয় টুডেঃ  মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (১২ জুন) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানু। এছাড়া  মন্ত্রীর একান্ত সচিব হাবিবুর রহমানও করোনা আক্রান্ত হয়েছেন।

করোনা উপসর্গ নিয়ে গতকাল তাদের টেস্ট করা হলে আজ তাদের দেহে কোভিড-১৯ পজিটিভ  ফলাফল পাওয়া যায়।

মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক নিজের, তার পরিবার এবং আক্রান্তদের  দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

Scroll to Top