ইভটিজিংয়ের প্রতিবাদ করায় চবি শিক্ষার্থীকে মারধর, মূলফটকে তালা

চবি প্রতিনিধি


ইভটিজিং এর প্রতিবাদ করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীকে মারধর করেছে স্থানীয় বখাটেরা। মারধরের শিকার শিক্ষার্থী রাকিব (চবি) চারুকলা ইনিস্টিউটে অধ্যয়নরত। এ ঘটনায় মূল ফটকে তালা দেয় ক্ষুব্ধ শিক্ষার্থীরা। শিক্ষার্থী রাকিব চবি ছাত্রলীগ (ভিএক্স) এর কর্মী।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিশ্ববিদ্যালয় রেল স্টেশন এলাকায় একটি চায়ের দোকানে বসে এক ছাত্রীকে উত্ত্যক্ত করছিলো স্থানীয় বাসিন্দা রেজাউলের নেতৃত্বে কয়েকজন যুবক। এ ঘটনার প্রতিবাদ করলে রাকিবকে মারধর করে রেজাউল ও তার সহযোগীরা।

বিচারের দাবীতে মূলফটকে তালা দেওয়া হলে প্রক্টরিয়াল বডি এসে বিচারের আশ্বাস দিয়ে ছাত্রদের শান্ত করে। এসময় স্থানীয় দের সাথে শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনাও ঘটে বলে জানা যায়।

Scroll to Top