ইসলামী বিশ্ববিদ্যালয়ে বহিরাগত নিয়ে ছাত্রলীগ একাংশের কর্মসূচি!

ইসলামী বিশ্ববিদ্যালয়ে বহিরাগত নিয়ে ছাত্রলীগ একাংশের কর্মসূচি!

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন গতকাল এক বিজ্ঞপ্তির মাধ্যমে ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে কড়াকড়ি আরোপ করে। সেই নিদের্শনার ২৪ ঘন্টা না পেরোতেই বহিরাগতদের নিয়ে কর্মসূচি পালন করেছে ছাত্রলীগের একাংশ।

ঐতিহাসিক ৭ই মার্চে বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জুয়ী মুজিব ম্যুরালের পাদদেশে ছাত্রলীগ নেতা টনি বহিরাগতদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

ক্যাম্পাস সূত্রে, গতকাল ৬ মার্চ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রশাসনের অনুমতি ব্যতীত ক্যাম্পাসের অভ্যন্তরে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পাসে অনুমতি ব্যতীত বহিরাগত প্রবেশ, বিচরণ ও অবস্থান, হোন্ডাসহ প্রবেশ, খেলার মাঠে প্রবেশসহ অন্য যে কোন ধরণের কর্মকান্ড সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের নির্মাণকাজে অংশগ্রহণকারী শ্রমিকগণকে প্রকৌশল অফিস হতে ইস্যুকৃত নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার অনুরোধ করা হয়েছে।

এ নিদের্শনার ২৪ ঘন্টা না পেরোতেই আজ সকাল সাড়ে ১০ টায় বহিরাগতদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা তন্ময় সাহা টনি। এসময় প্রক্টরিয়াল বডি উপস্থিত থাকলেও তাদের বিরুদ্ধে কোনরকম ব্যবস্থা নিতে দেখা যায়নি। তবে ছাত্রলীগের অন্য একাংশের নেতা শাহজালাল ইসলাম সোহাগকে এসময় বাধা দিতে দেখা যায়। সোহাগ তন্ময় সাহা টনির এক কর্মীকে বলেন, ‘তুমি কোন বিভাগে পড়ো?’ তখন টনি তার কর্মীকে কথা না বলে চলে আসতে বলেন। এ ঘটনায় শিক্ষার্থীদের মাঝে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে ছাত্রলীগ নেতারা বলেন,‘ক্যাম্পাসের শিক্ষার্থীদের নিয়ে ওই কথিত নেতা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করুক। কিন্তু অছাত্রদের নিয়ে কিভাবে ক্যাম্পাসে আসে? এ বিষয়ে প্রশাসনের পদক্ষেপ নেওয়া উচিত।’

এ বিষয়ে ছাত্রলীগ নেতা তন্ময় সাহা টনি বলেন, ‘বিবাহিত হয়ে যদি ছাত্রলীগ করতে পারে এবং সকল প্রোগামে সামনে থেকে অংশ নিতে পারে, তাহলে আমি বহিরাগত নিয়ে কেন শ্রদ্ধা নিবেদন করতে পারবো না? এটা জাতীয় কর্মসূচি সকল ছাত্রলীগ নেতা-কর্মী শ্রদ্ধা নিবেদন করার অধিকার রাখে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘ছাত্রলীগের সাথে কেউ এসে অনাকাঙ্খিত ঘটনা ঘটলে তার দায়ভার আমরা নিবো না। আগামী থেকে কেউ বহিরাগত এনে প্রোগ্রামে অংশ নিতে চাইলে সে বিষয়ে আমরা পদক্ষেপ গ্রহণ করবো।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ

Leave a Comment