ইiবি

ইসলামী বিশ্ববিদ্যালয় ১ম বর্ষের ভর্তিতে ৩৭২ আসন ফাঁকা

ইবি প্রতিনিধি


ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে মেধাতালিকা ও ১ম অপেক্ষমান তালিকার ভর্তির পরেও ৩৭২টি আসন ফাঁকা রয়েছে। এসব ফাঁকা আসনে দ্বিতীয় অপেক্ষমান তালিকায় স্থান প্রাপ্তরা শিক্ষার্থীরা সুযোগ পাবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শাখা।

সংশ্লিষ্ট ইউনিট সূত্রে, ৩৭২ আসনের মধ্যে কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ সম্মিলিত ‘বি’ ইউনিটে ১৮৪টি, ব্যবসায় প্রশাসন অনুষদভূক্ত ‘সি’ ইউনিটে ৪৮টি এবং বিজ্ঞান, জীববিজ্ঞান ও প্রযুক্তি-প্রকৌশল অনুষদ সম্মিলিত ‘ডি’ ১৪০টি আসন ফঁাকা রয়েছে। তবে ধর্মতত্ত্ব অনুষদভূক্ত ‘এ’ ইউনিটে কোন আসন ফাঁকা নেই বলে জানা গেছে।

আগামীকাল থেকে দ্বিতীয় মেধাতালিকায় থাকা শিক্ষার্থীদের সাক্ষাতকার শুরু হবে। এছাড়াও ভর্তি সক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *