এককথায় উক্তি কাকে বলে? এর উত্তরে বলা যায় কোনো কথকের বাক কর্মের নামই উক্তি। বা কোনো কিছু বলার নাম উক্তি।
বক্তার কথাগুলি যথাযথ উদ্ধৃত করা বা তাঁহার মূল ভাবটি প্রকাশকের নিজের কথায় বলাকে উক্তি বলা হয়।
উক্তি কত প্রকার ও কি কি?
বাংলা ভাষায় উক্তি দুই প্রকার। যথা-
১. প্রত্যক্ষ উক্তি ও
২. পরোক্ষ উক্তি।
এখন আমরা প্রত্যক্ষ ও পরোক্ষ উক্তি কাকে বলে? তা নিয়ে আলোচনা করব।
প্রত্যক্ষ উক্তি কাকে বলে?
বক্তার কথাগুলি যথাযথ উদ্বৃত্ত করাকে প্রত্যক্ষ উদ্ভি বলে।
যেমন – রাম বলিল, “আজ স্কুলে যাব না।” ভবানন্দ তাহাকে বলিল, “সংবাদ কিছু পাইলে?”
পরোক্ষ উক্তি কাকে বলে?
বক্তার কথাগুলি যথাযথ উদ্ধৃত না করে সম্পূর্ণরূপে প্রকাশকের নিজের ভাষায় বললে তাকে পরোক্ষ উত্তি বলা হয়।
যেমন – রাম বলল যে, সে আজ (একই দিন বুঝাইলে ; নতুবা সেদিন) স্কুলে যাইবে না। সংবাদ সে কিন্তু পাইয়াছে কিনা ভবানন্দ জিজ্ঞাসা করিল।
বাংলা ১ম পত্র এইচএসসি- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি