উচ্চমাধ্যমিক পরীক্ষায় কেমন হলো ‘রাণী রাসমণির’ ফলাফল

আন্তর্জাতিক টুডে

 


জি বাংলার অন্যতম জনপ্রিয় একটি ধারাবাহিক  ‘করুণাময়ী রানী রাসমণি’। তবে অনেকেরই হয়তো জানা নেই তাদের প্রিয় রাণী রাসমণি চরিত্রে অভিনয় করা দিতিপ্রিয়া রায় এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।

শুক্রবারই উচ্চ-মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ করা হয়েছে। তো কেমন নম্বর পেলেন সকলের প্রিয় দিতিপ্রিয়া?

দিতিপ্রিয়া নিজেই জানিয়েছেন, ”আমি ৮২.৪ শতাংশ নম্বর পেয়েছি। ইংরাজি, এডুকেশন ও মিউজিকে তিনটে বিষয়ে লেটার পেয়েছি।” সবথেকে বেশি নম্বর পেয়েছি এডুকেশনে, প্রাপ্ত নম্বর ৯৩। আর সবথকে কম নম্বর পেয়েছি ইতিহাসে, প্রাপ্ত নম্বর ৭০।

একদিকে ‘করুণাময়ী রানী রাসমণি’র শ্যুটিং, অন্যদিকে পড়াশোনা। দুটোই সমান তালে চালিয়ে গিয়েছেন তিনি। তবে পরীক্ষার আগের দিনগুলিতে ছুটি নিয়েছিলেন।

উল্লেখ্য, করোনা আতঙ্কের মধ্যেই উচ্চ-মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন দিতিপ্রিয়া রায়। পাঠভবনের ছাত্রী দিতিপ্রিয়ার উচ্চ মাধ্যমিক পরীক্ষা সিট পড়েছিল বালিগঞ্জ বি এস এস স্কুলে।

Zee ২৪ ঘণ্টা ডট কমের তরফে দিতিপ্রিয়ার সঙ্গে যোগাযোগ করা হয়। দিতিপ্রিয়া বলেন,কোনটা নিয়ে পড়ব এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিই নি। তবে সোশিওলজি কিংবা ইংরাজি নিয়ে পড়াশোনা করতে চাই।”

Scroll to Top