দেশে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে গবেষণায় শীর্ষে মাভাবিপ্রবি

দেশে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে গবেষণায় শীর্ষে মাভাবিপ্রবি

ক্যাম্পাস টুডে ডেস্ক


বাংলাদেশে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে গবেষণায় শীর্ষে মাভাবিপ্রবি । বিজ্ঞান গবেষণার ওপর ভিত্তি করে প্রকাশিত সিমাগো-স্কপাসের ২০২০ সালের ইনস্টিটিউশনস র‌্যাংকিংয়ে দেশে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহের মধ্যে গবেষণায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) অবস্থান এখন সবার শীর্ষে

এই গৌরবময় অর্জনের জন্য মাভাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষকসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান। সেই সঙ্গে সকলকে দেশ-জাতির কল্যাণে আরও গবেষণাধর্মী হওয়ার পরামর্শ দেন।

বিজ্ঞান গবেষণার ভিত্তিতে তৈরি করা সিমাগো-স্কপাসের ২০২০ সালের ইনস্টিটিউশনস র‌্যাংকিংয়ে জায়গা পেয়েছে বাংলাদেশের ১৯টি বিশ্ববিদ্যালয়। এর মধ্যে স্বায়ত্তশাসিত ও সরকারিবিশ্ববিদ্যালয় রয়েছে ১৪টি, বাকি ৫টি বেসরকারি।

জানা গেছে, গবেষণা ও উদ্ভাবন এবং প্রভাব তিনটি বিষয়কে ভিত্তি করে বিজ্ঞান গবেষণায় অবদানের জন্য প্রতি বছর শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের র‌্যাংকিং প্রকাশ করে স্পেনের সিমাগো ল্যাব ও যুক্তরাষ্ট্রের স্কপাস। সম্প্রতি সিমাগো ইনস্টিটিউশনস র‌্যাংকিংস (এসআইআর) শীর্ষক এ র‌্যাংকিংয়ের ২০২০ সালের তালিকা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। এতে দেখা যায় চলতি বছরের সংস্করণে বাংলাদেশের ১৯টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।

এসআইআর তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২০ সালের বিশ্বের ৭ হাজার ২৬টি শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান এ তালিকায় স্থান পায়। এরমধ্যে জাতীয় পর্যায়ে সবার শীর্ষে থাকা টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিশ্ব র‌্যাংকিংয়ে অবস্থান ৬৯০তম। র‌্যাংকিংয়ে স্থান পাওয়া বাংলাদেশী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে থাকা খুলনা বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক অবস্থান ৬৯৯তম। তৃতীয় অবস্থানে থাকা প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব র‌্যাংকিংয়ে অবস্থান ৭৩৩তম।

এদিকে, চতুর্থ অবস্থানে থাকা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক অবস্থান ৭৫৪তম। জাতীয় পর্যায়ে পঞ্চম অবস্থানে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, বৈশ্বিক অবস্থান ৭৬১তম।

ষষ্ঠ অবস্থানে থাকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক অবস্থান ৭৬৬তম। দেশীয় প্রতিষ্ঠানের তালিকায় সপ্তম অবস্থানে থাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিংয়ে অবস্থান ৭৭৮তম। আর অষ্টম অবস্থানে রয়েছে স্বনামধন্য প্রতিষ্ঠান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট), বৈশ্বিক অবস্থান ৭৯৩তম। নবম অবস্থানে থাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিশ্ব তালিকায় অবস্থান পেয়েছে ৭৯৯তম। এছাড়া জাতীয় পর্যায়ে দশম অবস্থানে থাকা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক অবস্থান ৮০৪তম।

প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়েছে, কমপক্ষে ১০০টি গবেষণা প্রকাশিত হয়েছে, সেসব প্রতিষ্ঠানকেই বিবেচনায় নেয়া হয়েছে। জরিপের ক্ষেত্রে আটটি বিষয়কে গুরুত্ব দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে আউটপুট বা প্রতিষ্ঠান থেকে বের হওয়া প্রকাশনার সংখ্যা, প্রকাশনার গুণগত মান, স্পেশালাইজেশন ইনডেক্স বা প্রকাশনার ওপর মনোযোগ, আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা, এক্সিলেন্স হার বা প্রকাশনাগুলো শীর্ষ ১০ শতাংশ জার্নালে কী হারে প্রকাশিত হয়েছে তা, সায়েন্টিফিক লিডারশিপ বা প্রকাশনাগুলোর অবদান।

এছাড়া এক্সিলেন্স উইথ লিডারশিপ প্রকাশিত প্রকাশনাগুলো ওই প্রতিষ্ঠানের অবদানের ক্ষেত্রে কী হারে শীর্ষে রয়েছে, সেটিও বিবেচনায় নেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ

Leave a Comment