উত্তরাঞ্চলে ভয়ংকর রূপ ধারণ করেছে সংক্রামক রোগ ল্যাম্প,নেই প্রতিষেধক

সারাদেশ টুডে: রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দর গ্রাম,এখানকার প্রায় প্রতিটি বাড়িতেই গরুর শরীরে দেখা দিয়েছে, সংক্রমক ব্যাধী লাম্পি।

ল্যাম্প একটি সংক্রামক রোগ। ভুক্তভোগীদের ভাষ্যমতে,গরুর শরীরে হঠাৎ করেই দেখা দেয় গুটি, সেই সাথে ফুলে উঠে গলা আর পা। আর ক্ষতস্থান থেকে খসে পড়ে মাংস।

প্রাণীসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী,গত দুই মাসে উত্তরাঞ্চলের প্রায় আটটি জেলায় কয়েকগুণ বেড়েছে এই দুরারোগ্য এ ব্যাধী।

তথ্য বলছে, ২০১৯ সালের মাঝামাঝি চট্টগ্রামে প্রথম গরুর শরীরে লাম্পি রোগ ধরা পড়ে। রংপুরে রোগটি দেখা দেয় ডিসেম্বরে।

জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর জানিয়েছে, সংক্রমণ রোধে গোয়াল ঘরের মশা মাছি নিয়ন্ত্রণের পাশাপাশি দেয়া হচ্ছে সচেতন থাকার পরামর্শ। সবথেকে দুঃখজনক ব্যাপার হলো এই রোগের কোনো প্রতিষেধক নেই।

রংপুর অঞ্চলে ভয়াবহ রূপ ধারণ করেছে এ রোগটি। উত্তরের আটটি জেলার প্রায় প্রতিটি উপজেলায় ছড়িয়ে পড়েছে দুরারোগ্য ব্যাধিটি। কার্যকরি প্রতিষেধক না থাকায় মারাত্মক দুঃশ্চিন্তায় পড়েছে পশু পালনকারীরা।

Scroll to Top