উৎসবমুখর পরিবেশে নোবিপ্রবি শিক্ষক সমিতির ভোট প্রক্রিয়া সম্পন্ন
নোবিপ্রবি টুডেঃ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে শিক্ষক সমিতির নির্বাচন-২০২০ সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত নির্বাচন চলছে।
এবারের নির্বাচনে দুইটি আওয়ামীপন্থী দল অংশগ্রহণ করেছে। একটি হচ্ছে নীল দল অন্যটি হচ্ছে স্বাধীনতা শিক্ষক পরিষদ।
এবার মোট ভোটার সংখ্যা ছিলো ২৭২ জন যার মধ্যে ভোট দেয় ২৫৩ জন। বিকাল ৫টায় উক্ত নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।
সংবাদ প্রেরক দ্য ক্যাম্পাস টুডের নোবিপ্রবি প্রতিনিধি মাইনুদ্দিন পাঠান।