ওয়াসিফ রিয়াদ
রাবি প্রতিনিধি
শাহেদা আজবেলা পূর্না, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নৃবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী। মায়ের স্বপ্ন- বড় হয়ে পূর্ণা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবেন। মায়ের স্বপ্ন পূরণে বিভাগে ফাস্ট ক্লাস ফাস্টও হয়েছেন। হয়তো সে তার মায়ের স্বপ্ন পূরণ করবে, কিন্তু সেই সোনালী দিনগুলি তার মা দেখে যেতে পারবেন তো..?
সম্প্রতি পূর্ণার মা (মাহমুদা খাতুন) মারাত্মক ব্রেইন-স্ট্রোক করেছেন। তিনি এখন ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্সেস এন্ড হাসপাতালে স্ট্রোক ইউনিটের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউতে) আছেন। এমতাবস্থায় তার সুস্থতার জন্য একটি মেজর ব্রেইন অপারেশন করতে হবে আগামী এক সপ্তাহের মধ্যে। অপারেশনের জন্য ৫ লাখ টাকার প্রয়োজন।
পরিবার সূত্রে জানা গেছে- পূর্নার মায়ের ব্রেইন-স্টক হবার কিছুদিন আগে তার বাবার হার্টে রিং বসাতে প্রায় চার লাখ টাকা লেগেছে। এখন তার মায়ের জন্য তাৎক্ষণিক ভাবে মোটা অংকের অর্থ যোগান দেয়া অসম্ভব প্রায় হয়ে পড়েছে।
চিকিৎসকের বরাত দিয়ে পূর্ণা জানান, বর্তমানে তার মায়ের অবস্থার কোন পরিবর্তন হয়নি। আগামী ১ সপ্তাহের মধ্যে অপারেশ করাতে না পারলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।
যে কারণে সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের সহায়তা চেয়েছে পূর্ণা।
সাহায্য পাঠাবেন যেভাবে:
যোগাযোগ:
01625309806 (পূর্ণা)
টাকা পাঠাতে পারেন নিম্নোক্ত নাম্বারে-
বিকাশ: 01625309806 (পূর্ণা)
রকেট: 01521459826 (রিয়াদ)
নগদ: 01744346718 (শাওন)