একদিন ছবি হব

আসিফ ইকবাল আরিফ

একদিন ছবি হব
খুব ঝাপসা আর বিবর্ণ এক
আধছায়া ছবি
ঠিক যেন মনের আবেশে
শিল্পীর কালির শেষ বিন্দুতে আঁকা
অপূর্ণ এক অসমাপ্ত শিল্পের মত।

একদিন ফটো হয়ে থাকবো ঝুলে
কক্রিটের সাদা দেওয়ালে
কোনো এক জং ধরা ফ্রেমে
ধুলো আর ময়লাতে ছেয়ে যাবে
কোনো এক রমণীর ঘরে।

একদিন ছবি হবে আমার এই
সিল্কি আর ঘন কালো আধপাকা
লম্বা চুলগুলো
মনের আরতি দিয়ে কেউ আঁকবে
করে একেবারেই এলোমেলো।

সাধ্যের সবটুকু দিয়ে
ব্যর্থ চেষ্টা করবে কোনো এক শিল্পী
কল্পনার সবটুকু যশ ঢেলে
তবুও এই আমি তার ছবিতে ঝাপসা হবো।

একদিন ছবি হবে আমার কাজল বর্ণ চোখ দু’টো
আমার চোখের কাব্যি করা কবির কাছে
সেদিন ব্যর্থ হবে সে আঁকতে এক ফটো।
আমার এই জলজল আর ঝলমল
চোখের ছবি বড্ড ঝাপসা হবে
চোখের পলক বুঝলে এক নি:শ্বাসে।

আমার চোখে প্রেম চাওয়া সেই প্রেমিকা
কাব্যি করা সেই ছন্দের কবি
আর আমার চোখের চাহনিতে কাবু হওয়া
সেই অহংকারী রমণী
সেও কিন্তু ঝাপসা এক প্রতিচ্ছবি
বহুকষ্টে স্মৃতির পাতা খুঁজে তন্ন তন্ন করে
পাবে শুধুই ঝাপসা এক ছবি।

একদিন ছবি হবে আমার এই ঠোঁট দু’টো
প্রেমের আদরে তৃপ্ত প্রেমিকাও
স্মৃতির পাতা হাতড়ে পাবে
বড্ড ঝাপসা ঠোঁঠের ছবি।

একদিন ছবি হবে আমার নাসিক্য কর্ণ
আর ভ্রুযুগল
শিল্পী তার রঙ তুলিতে
আকঁবে অনেক যতনে
ঝাপসা আর এক বিবর্ণ
ছবি খুঁজে পাবে সেও।

একদিন ছবি হবে আমার বক্ষ
তেলাপোকার ভয়ে
হঠাৎ চিৎকার করে
অল্প ভয়ে কাতরিয়ে
বুকে আশ্রয় নেওয়া
সেই অবুঝ মেয়েটিও এক ঝাপসা ছবি পাবে
তার মনের অতল হাতড়িয়ে হাতড়িয়ে।

একদিন ছবি হবে আমার হাত দু’টো
সহস্রের পর সহস্র হাতে হাত রেখে
পথচলা প্রেমিকাও ঝাপসা একগুচ্ছ
হাতের ছবি খুঁজে পাবে।
অল্প জ্বরের কাতর যেই মেয়েটির
মাথার কালোকেশে আর কপালে হাত বোলানোর
ছবিও তার কাছে ঝাপসা হয়ে যাবে।

একদিন ছবি হবে আমার পরিচয় নির্মাতা
রক্ত-মাংস আর শিরার পিণ্ডটি
প্রিয়ার সহিত কাটানোর
সকল প্রেম ফাল্গুনের সাক্ষী যে
সেই পিণ্ডটিরও ঝাপসা ছবি থাকবে
প্রেমিকার মনের কোণে।

সব মানুষই ছবি হয়ে যায়
চোখের আড়ালে গেলে
চোখের সামনের জ্যান্ত চলাফেরার
মানুষটাও দীর্ঘদীনের অদেখায় ছবি হয়ে যায়।
যত দিন যায় ততোই ঝাপসা হয়ে যায়
সেই মানুষের ছবি।
মানুষ হারিয়ে যাওয়া মানুষের
মুখ অবয়বের একটুকরো ঝাপসা
ছবি ছাড়া আর কিছুই আঁকতে পারেনা।
একদিন ছবি হব
সেই ছবি
বড্ড ঝাপসা আর বিবর্ণ এক ছবি।


লেখক: সহকারী অধ্যাপক, নৃবিজ্ঞান বিভাগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *