একবেলার আহার নিয়ে মাদ্রাসা শিক্ষার্থীদের পাশে এএইচসি ফাউন্ডেশন

 

ডেস্ক রিপোর্ট

এরাইজ হেল্প ফর চাইল্ড ফাউন্ডেশন নরসিংদী ইউনিটের পক্ষ থেকে নরসিংদী জেলার পলাশ উপজেলার পূর্ব ঘোড়াশাল এর চামড়াব হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসায় খাবার বিতরণ ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।

গতকাল বৃহস্পতিবার (১ অক্টোবর), ৬০ জন শিশুর মুখে এক বেলার আহার তুলে দেওয়া সময় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব তানজিরুল হক রনি(সাবেক সাংগঠনিক সম্পাদক-বাংলাদেশ কেন্দ্রিয় ছাএলীগ)।

সভাপতিত্ব করেন জনাব শেখ রাসেল মাহমুদ (ডিস্ট্রিক্ট-কোর্ডিনেটর -এরাইজ হেল্প ফর চাইল্ড ফাউন্ডেশন-নরসিংদী ইউনিট এবং প্রতিষ্ঠাতা পরিচালক-পলাশের পাপড়ি ) ।

আরও উপস্থিত ছিলেন মোশাহিত এনাম রাহুল সহ (কোর্ডিনেটর-এরাইজ হেল্প ফর চাইল্ড ফাউন্ডেশন -নরসিংদী ইউনিট) উক্ত সংগঠনের সদস্য এবং পলাশের পাপড়ির সদস্যরা।

দুপুরের খাবার বিতরণের পর এরাইজ হেল্প ফর চাইল্ড ফাউন্ডেশনের ভবিষ্যৎ পরিকল্পনা এবং দোয়া মাহফিল এর মাধ্যমে শেষ করা হয় এই আয়োজন।

Scroll to Top