একাকীত্ব, সে যেন এক অদ্ভুত বিষয়।
কেমন জানি চারপাশটা,
বড্ড একা একা লাগে!!!
এত্ত মানুষ,পশুপাখি ;তাও কিসের যেন শূন্যতা!
নাকি প্রিয়জনকে না পাওয়া,
নাকি হারানোর ভয়???
বয়স যতই বাড়ছে,একাকীত্ব যেন ততই হুমড়ি খেয়ে ধরা দিচ্ছে আমাকে।
কেন??কেন?? প্রশ্নের উত্তর খুজছি বারংবার।
তবে, একাকীত্বই কেনো ফিরে ফিরে আসছে আমার দিকে??
কেন জানি, চারাপশের পৃথিবীটা বড় ছোট ছোট লাগে!!
ছোট্টবেলায় ভাবতাম,
কবে বড় হবো?
সবকিছু নাগালের মধ্যে হবে।
নিজের মতো চলবো।
আরও পড়ুন নাস্তিক অপবাদে ঢাবি শিক্ষার্থীকে সমাজচ্যুত ; শিবিরের মামলা দেওয়ার হুমকি
কিন্তু,এখন বড় হওয়ার পর,
আবার সেই ছোট্টবেলাকে বড্ড মিস করি,
ঘুরে ফিরে,একাকীত্বই যেন জয়গান করে।
তাহলে সবই কি মরীচিকা!!
একাকীত্ব , সে যেন সবসময়ের সংগী আমার।